ডিএসসিসিতে ১৭ হাজার ৮৬৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২, ২০২৩, ০১:২৮ এএম

ডিএসসিসিতে ১৭ হাজার ৮৬৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ১৭ হাজার ৮৬৫ দশমিক ২৬ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন থেকে আজ দুপুর আড়াইটা পর্যন্ত এ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

শনিবার (১ জুলাই) দুপুরে নগর ভবনের শীতলক্ষ্যা হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মিজানুর রহমান জানান, চার হাজার ৫২টি ট্রিপে ওই পরিমাণ বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

এ বছর কোরবানির ঈদ ঘিরে আট ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও সাড়ে ১১ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) শতভাগ পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা দুটি।

এর আগে, বৈরী ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের কাজ সম্পূর্ণ করা হয়েছে বলে জানান ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

ঈদের প্রথম ও দ্বিতীয় দিন নিয়ন্ত্রণ কক্ষে  বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেন তিনি।

করপোরেশন ও ঢাকাবাসীর যৌথ অংশীদারত্বের ফলে বর্জ্য অপসারণে সফল হয়েছে বলেও গণমাধ্যমকে জানান ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

Link copied!