ডিএসসিসির নির্দেশনা অমান্য করে ৫দিন আগেই পশুর হাট!

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২, ২০২২, ০৩:৩৫ পিএম

ডিএসসিসির নির্দেশনা অমান্য করে ৫দিন আগেই পশুর হাট!

নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বেশ কয়েকটি স্থানে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। আর ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার জনগণ।

গতকাল শুক্রবার ডিএসসিসি’র ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত স্থান, শাহজাহানপুর, লালবাগের রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন স্থান, শনির আখড়া দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনের স্থানসহ বেশ কয়েকটি এলাকার পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, ইজারার শর্ত অনুযায়ি ৬ থেকে ১০ জুলাই পশুর হাট বসানোর কথা। তবে তার আগেই ২৯ জুন থেকে হাট বসানো হয়েছে। নির্ধারিত জায়গার বাইরেও পশু বেঁধে রাখার জন্য খুঁটি পোতা হয়েছে। এরই মধ্যে হাটে আনা হয়েছে অনেক গরু-মহিষ। শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দনিয়া কলেজসহ আশপাশে অর্ধকিলোমিটার এলাকায় খুঁটি বসানো হয়েছে।  

শাহজাহানপুর এলাকাতেও নির্ধারিত জায়গার বাইরেও খুঁটি বসানো হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে হাট বসানোর প্রস্তুতি নেওয়া ও নির্ধারিত সময়ের আগেই হাটে পশু চলে আসায় যানজট তৈরি হয়েছে। ইজারাদাররা প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেন না। 

তবে নাম প্রকাশ না করার শর্তে এক ইজারাদার বলেন, “বর্ষা মৌসুমে হাট বসানোর কারণে একটু বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। বন্যার কারণে অনেক খামারি আগেই হাটে পশু আনতে চেয়েছেন। এ কারণে সময়ের একটু আগেই হাট বসিয়েছেন তারা।” আগে হাট প্রস্তুত না করলে ব্যবস্থাপনা ঠিক রাখা যায় না বলেও তিনি মন্তব্য করেন।

ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত স্থানে হাটের ইজারাদার মো. আনোয়ার। তার প্রতিনিধি বোরহান হোসেন বলেন, “এ হাটে অনেক পশু ওঠে। তাই, একটু বড় পরিসরে হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।”

নির্ধারিত তারিখের আগে পশুর হাট বসোনোর বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘ঈদের দিন ছাড়া পূর্ববর্তী চার দিন মিলে পাঁচ দিন হাট বসানোর জন্য ইজারা দেওয়া হয়। এ কয়দিনের বাইরে হাট বসানোর সুযোগ নেই।”

নিয়ম ভঙ্গ করে হাট বসানোর বিষয়ে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে ডিএসসিসি’র এই কর্মকর্তা আরও বলেন, “ নির্ধারিত সময়ের বাইরে যদি হাট বসায় বা নির্ধারিত সীমানার বাইরে যদি হাটের বিস্তৃতি ঘটে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম ভঙ্গ করে হাট বসানোর বিষয়ে ইতোমধ্যে অভিযোগ এসেছে। তা খতিয়ে দেখবে সিটি করেপারেশন।” 

Link copied!