ডিসিদের যেসব নির্দেশনা দিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৩, ১২:২৮ এএম

ডিসিদের যেসব নির্দেশনা দিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

‘আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে কোনো আঞ্চলিক রাস্তার প্রকল্প হাতে নেওয়া যাবে না। বরং পুরনোগুলো মেরামত ও সংরক্ষণ করতে হবে। পাাশাপাশি সড়কে দুর্ঘটনা রোধে এ খাতে শৃঙ্খলা আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

বুধবার রাজধানীতে অনুষ্ঠিত জেলা প্রশাসকদের(ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের এসব নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডিসিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় সেতুমন্ত্রী এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আমার মন্ত্রণালয়ে সরকারের উন্নয়নমূলক অবকাঠামো পদ্মা, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, শত সেতু শত রাস্তা, ওভার পাস ফ্লাইওভার- সব কর্মকাণ্ডে এগুলো দৃশ্যমান। এগুলো নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাইনি। এগুলো সবাই দেখেছে, দৃশ্যমান।

ওবায়দুল কাদের বলেন, “আমি ডিসি সাহেবদের গুরুত্ব দিয়ে বলেছি, আমি এখন আর কোনো নতুন রাস্তা করতে চাই না। আগামী নির্বাচনের আগে যে রাস্তাগুলো আছে, সেগুলো মেরামত করতে চাই। ব্যবহারযোগ্য করতে চাই। যেগুলো আছে, সেগুলো মেরামত করা, সংরক্ষণ করা আমাদের প্রথম ও প্রধান কাজ।”

নছিমন-করিমনের মতো যানগুলোকে নীতিমালার অধীনে আনার ক্ষেত্রে গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, গরিব মানুষের জীবন যেমন আছে, জীবিকাও আহরণ করতে হবে। তাদের জীবিকার চাকাটা আমরা বন্ধ করে দিতে পারি না।

এসময় তিনি আরও বলেন, “কাজেই এগুলোকে একটা নীতিমালার মধ্যে নিয়ে আসতে হবে। নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যত তাড়াতাড়ি সম্ভব নীতিমালা প্রণয়ন করতে হবে।”

Link copied!