দক্ষিণ সিটিতে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২২, ১১:১১ পিএম

দক্ষিণ সিটিতে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, তার (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার দুপুরে বুড়িগঙ্গা আদি চ্যানেল পরিষ্কার ও খনন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ দাবি করেন।

মেয়র তাপস বলেন, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটিতে মঙ্গলবার পর্যন্ত মৌসুমের শেষ প্রান্তে এসে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি হচ্ছে। ফলে ডেঙ্গুর প্রার্দুভাব একটু বৃদ্ধি পেয়েছে। তারপরও কালকের হিসাব অনুযায়ী আমাদের দক্ষিণ সিটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪০ জন। এই মৌসুমে এটা দক্ষিণ সিটিতে সর্বোচ্চ। আমরা যে কার্যক্রম নিয়েছি এতে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫, ২০, ২৫ জনে রাখতে পেরেছি। আমরা মনে করি ডেঙ্গু পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, ডিএসসিসিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকলেও এটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ঢাকার বাইরে এর প্রাদুর্ভাব আরও বাড়ছে।

মেয়র বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব অক্টোবর ছাড়িয়ে নভেম্বর পর্যন্ত চলমান। অথচ এতদিন ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকার কথা না। তারপরও এডিস মশার বিস্তার লক্ষ্য করছি।

মেয়র তাপস বলেন, এ বছর ঢাকাবাসী অনেক এগিয়ে এসেছেন, সচেতন হয়েছেন এবং আমাদের সহযোগিতা করেছেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরকে বিভিন্ন তথ্য দিয়েছেন এলাকাবাসী। যেখানেই এডিসমশার উৎস পাওয়া গেছে সেগুলো নিধন করছি। আমাদের কার্যক্রম পুরোদমে চলছে।

Link copied!