তিন দিনের মধ্যে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৮, ২০২১, ০৭:০৭ পিএম

তিন দিনের মধ্যে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

বেশ কয়েকদিন ধরে চলা দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ আজও অব্যাহত রয়েছে।  এতে রাজধানীসহ সারা দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। তবে আজ চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দিনের তাপমাত্রা  প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া দেশের অন্যান্য বিভাগ ও অঞ্চলের তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত থাকবে। তবে আগামী তিন দিনের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরই তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রবিবার (২৮ মার্চ) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিন পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, সোমবার (২৯ মার্চ) বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Link copied!