দেশে আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়বে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২১, ১০:৪৪ পিএম

দেশে আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়বে

দেশে গত কয়েকদিনে তীব্র তাপপ্রবাহে যেনো সাধারণ মানুষের জনজীবন অতীষ্ঠ হয়ে উঠেছে। এরমধ্যে আগামী তিন দিনে সারাদেশে তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৪ এপ্রিল) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কয়েকটি জেলা- মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী,  রাজশাহী, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও খেপুপাড়া অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এছাড়া এ তাপমাত্রা অব্যাহত থাকবে এবং আগামী তিন দিনে দেশজুড়ে তা বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে আরো বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে এই তাপপ্রবাহ।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

এদিন বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৯, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৫ দশমিক ২, সিলেটে ৩৪ দশমিক ২ , রাজশাহীতে ৩৬ দশমিক ৬, রংপুরে ৩৩ দশমিক ১ এবং বরিশালে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে একমাত্র সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Link copied!