দেশে কোরবানিযোগ্য পশু বেশি আছে ২১ লাখ ৪১ হাজার

নিজস্ব প্রতিবেদক

জুন ১৪, ২০২৩, ০৬:৪৭ পিএম

দেশে কোরবানিযোগ্য পশু বেশি আছে ২১ লাখ ৪১ হাজার

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এ বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি। যা গত বছরের তুলনায় ৪ লাখ ১১ হাজার ৯৪৪টি বেশি।

কোরবানিযোগ্য গবাদিপশুর মধ্যে ৪৮ লাখ ৪৩ হাজার ৭৫২টি গরু-মহিষ, ৭৬ লাখ ৯০ হাজার ছাগল-ভেড়া এবং ২ হাজার ৫৮১টি অন্যান্য প্রজাতির গবাদিপশু।

এ বছর কোরবানিযোগ্য পশুর চাহিদা ১ কোটি ৩ লক্ষ ৯৪ হাজার ৭৩৯টি। সে অনুযায়ী পণ্য উদ্বৃত্ত আছে ২১ লাখ ৪১ হাজার ৫৯৪টি।

গত বছরের মতো এবারও গবাদিপশুর পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এ বছর দেশে মজুত থাকা হৃষ্টপুষ্ট করা কোরবানিযোগ্য পশুর মধ্যে ঢাকা বিভাগে ৮ লাখ ৯৫ হাজার ৪৫৪টি। 

অন্যান্য জেলাগুলোর মধ্যে ঢাকা বিভাগে ৮ লাখ ৯৫ হাজার ৪৫৪টি, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫৩ হাজার ১২৮টি, রাজশাহী বিভাগে ৪৫ লাখ ১১ হাজার ৬১৪টি, খুলনা বিভাগে ১৫ লাখ ১১ হাজার ৭০৮টি, বরিশাল বিভাগে ৪ লাখ ৯৩ হাজার ২০৬টি, সিলেট বিভাগে ৪ লাখ ১০ হাজার ২২৫টি, রংপুর বিভাগে ১৯ লাখ ৬২ হাজার ৯৫১টি এবং ময়মনসিংহ বিভাগে ৬ লাখ ৯৮ হাজার ৪৭টি কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে।

গত বছর পবিত্র ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল সারাদেশে মোট ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি।  আর কোরবানিকৃত পশুর সংখ্যা ছিল ৯৯ লাখ ২১ হাজার ৯৪১টি।

২০২২ এর তুলনায় এ বছর কোরবানিযোগ্য পশুর প্রবৃদ্ধির শতকরা হার ৩.৪০। 

Link copied!