দেশে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২১, ০১:৫৯ এএম

দেশে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

দেশে গত কয়েকদিনে তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের জনজীবন অতীষ্ঠ হয়ে উঠেছে। এরমধ্যে আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঢাকায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস।এছাড়া এদিন যশোরে গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

রবিবার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে ২০১৪ সালের এই দিনে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

এছাড়া দেশের অন্য এলাকাগুলোতেও আজ অনেক বেশি তাপমাত্রা বিরাজ করেছে। ঈশ্বরদীতে ৪১ দশমিক ১, খুলনায় ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ৪০ দশমিক ৮ এবং রাজশাহীতে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানায়, গতকাল ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে দুপুরে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, মাদারীপুরে ৪০ দশমিক ৪, কুমিল্লায় ৪০, চাঁদপুরে ৪০ দশমিক ৩, ফেনীতে ৪০ দশমিক ১, , বগুড়ায় ৪০ দশমিক ৪, রাঙামাটিতে ৩৯ দশমিক ৯, বান্দরবনে ৩৯ দশমিক ৪  এবং রংপুরে ৩৮ দশমিক ১, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এই তাপপ্রবাহ আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বেশিরভাগ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!