নিবন্ধনের অনুমতি পেল দ্য রিপোর্ট ডট লাইভ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৩, ১১:৩২ পিএম

নিবন্ধনের অনুমতি পেল দ্য রিপোর্ট ডট লাইভ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে দ্বিভাষিক মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য রিপোর্ট ডট লাইভ। সোমবার (১৭ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রড্রিক্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেওয়ার কথা জানানো হয়। একই দিন আরও ১১টি অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুমোদন দেওয়া হল। দ্য রিপোর্ট ডট লাইভের প্রকাশক মো. আরশাদ পারভেজ। দ্য রিপোর্ট ডট লাইভ এর নিবন্ধনের কোড ৩০১০। 

নিবন্ধনপ্রাপ্তি নিয়ে দ্য রিপোর্ট ডট লাইভের সম্পাদক লুৎফর রহমান হিমেল বলেন, ‘দ্য রিপোর্ট ডট লাইভের সকল পাঠক, লেখক, সংবাদকর্মী, শুভানুধ্যায়ীসহ সবাইকে শুভেচ্ছা। নিরপেক্ষ থেকে এই পোর্টাল যেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজের দর্পণ হয়ে জাতিকে প্রকৃত তথ্যসেবা দিয়ে পাশে থাকতে পারে, এই লক্ষ্য আমাদের।’ 

দ্য রিপোর্ট ডট লাইভসহ নিবন্ধনের অনুমতি পাওয়া ১২টি নিউজ পোর্টাল হলো— অর্থসূচক ডট কম, সময়ের কথা টুয়েন্টিফোর ডট কম, অপরাধের চোখ টুয়েন্টিফোর বিডি ডট কম, আজকের আরবান ডট কম, দিনের শেষে ডট কম, ডেইলি ভোরের পাতা ডট কম, দি নিউজ ই ডট কম, পিপলস নিউজ টুয়েন্টিফোর ডট কম, অপরাজেয়া টুয়েন্টিফোর ডট কম, বর্তমানের খবর ডট কম, বাংলার জনপদ ডট কম।

Link copied!