নির্বাচন নিয়ে মন্তব্য করা বিদেশি কূটনীতিকদের সতর্ক করা হচ্ছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২২, ১০:৪০ পিএম

নির্বাচন নিয়ে মন্তব্য করা বিদেশি কূটনীতিকদের সতর্ক করা হচ্ছে: কৃষিমন্ত্রী

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন নিয়ে মন্তব্য করা ঢাকায় অবস্থানকারী বিদেশি কূটনীতিকদের সতর্ক করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুরে মুজিবনগরে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আম্রকাননের সার্বিক পরিচর্যা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

গত সোমবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘আমি শুনেছি, (গত নির্বাচনে) পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি। আমি আশা করব, এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না। ইতো নাওকি বলেন, কাজেই এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। এটাই তাঁর দৃঢ় প্রত্যাশা।’

সাংবাদিকরা এই বিষয়টি কৃষিমন্ত্রীর নজরে আনলে তিনি বলেন, “শুধু জাপান নয়, কোনো দেশের রাষ্ট্রদূতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তাঁদের সতর্ক করা হবে। বাংলাদেশ একটি স্বাধীন–সার্বভৌম রাষ্ট্র। এই দেশ কখনো কারও কাছে মাথা নত করবে না। দেশের মর্যাদা যেকোনোভাবে ধরে রাখতে হবে।”

 

আব্দুর রাজ্জাক বলেন, “সংবিধানের ১২৬ ধারায় উল্লেখ আছে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেখানে তাদের সহযোগিতা করবে জেলা প্রশাসন ও পুলিশ। এটা তাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তাদের এমন নির্দেশ দিয়েছেন। আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে।” বিএনপি যতই আন্দোলন–সংগ্রাম করুক, তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Link copied!