নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২২, ০৩:৫৬ পিএম

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে দেখে ভোলা, চাঁদপুর, বরগুনা, ঝালকাঠিসহ দেশের ইলিশের স্পটগুলোর জেলেদের মাঝে বিরাজ করছে উন্মাদনা। নিষেধাজ্ঞার এই সময়টায় তারা নৌকা, জাল মেরামতের কাজ সেরে রেখেছেন। ঘড়ির কাঁটা কখন শুক্রবার রাত ১২টায় পৌঁছাবে এখন শুধু সেই অপেক্ষা।

ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে  আজ শুক্রবার মধ্যরাত থেকে। জেলেরা নির্বিঘ্নে আবারও ইলিশ শিকার করতে পারবেন।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। টানা ২২ দিন পর আবারও নিজ পেশায় ফিরতে পারবেন বলে খুশি জেলেরা। নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থান না থাকায় ধারদেনা করে চালিয়েছেন অনেক জেলে। জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়লে সেই ধারদেনা শোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী তারা।

জেলেরা সাগরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই এখন ব্যস্ত সময় পার করছেন। কেউ জাল ঠিক করছেন আবার কেউ নৌকা মেরামত করছেন। মধ্যরাত হলেই সাগরে নেমে পড়বেন মাছ ধরার উদ্দেশ্যে।

Link copied!