পরিবেশ দূষণের দায়ে রাজধানীতে ৬ প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২২, ২০২২, ০৩:০৫ পিএম

পরিবেশ দূষণের দায়ে রাজধানীতে ৬ প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশ দূষণের দায়ে রাজধানীর ৪টি ডায়িং ফ্যাক্টরি ও ২টি ছাপাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার শ্যামপুর, জুরাইন ও আলমবাগ এলাকায় অধিদপ্তরের অভিযানে এ সব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অধিদপ্তরের (ঢাকা মেট্রো) সহকারী পরিচালক মুক্তাদির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বুড়িগঙ্গা নদী দূষণের দায়ে ৪টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।'

শব্দ দূষণের দায়ে ২টি ছাপাখানার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Link copied!