পাশের মুখ দেখেনি ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১১:১৬ পিএম

পাশের মুখ দেখেনি ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ (৮ ফেব্রুয়ারি)। এবার সারাদেশে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। তবে শতভাগ ফেল শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গতবছরের তুলনায় অনেকাংশেই বেশি।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। গতবছরের চেয়ে ২৮টি বেশি প্রতিষ্ঠান এবার অংশ নেয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫০টিতেই কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। যেখানে গতবছর এ সংখ্যা ছিল মাত্র ৫টি।

তবে, এ বছর ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থীই পাস করেছে। এ সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে। গত বছর ১ হাজার ৯৩৪টি শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল।

শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দিনাজপুর শিক্ষা বোর্ড। দিনাজপুরে এর সংখ্যা ১৩টি,রাজশাহীর ৯টি, ঢাকার ৮টি, যশোরের ৬টি, কুমিল্লায় ৫টি ও ময়মনসিংহের ৩টি। এ ছাড়া ৪টি মাদরাসা ও ২টি টেকনিক্যাল প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

গত ৬ নভেম্বরে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর ২ হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Link copied!