বন্যা: নিখোঁজ স্বজনকে খুঁজতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জুন ১৮, ২০২২, ১১:০০ পিএম

বন্যা: নিখোঁজ স্বজনকে খুঁজতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

স্বজনরা বন্যার পানিতে নিখোঁজ হয়েছেন এমসন খবর পেয়ে ছুটে এসেছিলেন যুবক আক্কাস মিয়া (২৭)। কিন্তু নিজেই বন্যার পানির তোড়ে ডুবে যান। নিখোঁজের ২১ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে নেত্রকোণায় দুর্গাপুরে।

মৃত আক্কাস দুর্গাপুর পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

শনিবার সকাল ১০টা থেকে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর একটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানি থেকে তার লাশটি উদ্ধার করে। এর আগে, গতকাল শুক্রবার বিকেল ৪টায়  উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়েছিলেন আক্কাস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বন্যায় চণ্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে— এমন খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হন। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে প্রবল স্রোতে সাথে থাকা তিনজনসহ তিনি নিজেও বন্যার পানির তোড়ে ভেসে যান।

পরে সাথে থাকা তিনজন সাঁতার কেটে ডাঙ্গায় উঠলেও নিখোঁজ হন আক্কাস আলী। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!