বিএনপির নেতাদের বক্তব্যে অসন্তুষ্ট জার্মান রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২২, ১০:৪০ পিএম

বিএনপির নেতাদের বক্তব্যে অসন্তুষ্ট জার্মান রাষ্ট্রদূত

বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। গত ১৭ মার্চ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন আখিম ট্রোস্টার। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। বৈঠকের পর আমির খসরু সাংবাদিকদের জানান বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেগুলোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন-এসব বিষয় নিয়েও কথা হয়েছে। 

জার্মান রাষ্ট্রদূতকে উদ্ধৃুতি করে বিএনপির নেতারা গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আখিম ট্রোস্টার অসন্তুষ্টির কথা জানিয়েছেন। এ বিষয়ে বুধবার সকালে কুটনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের আলোচনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখিম ট্রোস্টার। তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচন নিয়ে অসন্তুুষ্টির যে কথাটি আমাকে উদ্ধৃুতি করে বিএনপির নেতারা বলেছেন, তাতে আমি অসন্তুষ্ট “।   

আখিম বলেন, ‘আমি জার্মান উপরাষ্ট্রদূতকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। কোনো বিষয়ে আমার কিছু বলার থাকলে আমি নিজেই সেটা বলতে পারি। তৃতীয় পক্ষের মাধ্যমে বলার প্রয়োজন দেখি না।’

 

Link copied!