বিধিনিষেধ কার্যকরে ডিএমপির ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৩, ২০২২, ০৮:২৩ পিএম

বিধিনিষেধ কার্যকরে ডিএমপির ভ্রাম্যমান আদালতের অভিযান

সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ও সকল ধরনের বিধিনিষেধ কার্যকরে রাজধানীর  শাহবাগে ভ্রাম্যমান আদালত পরিচ্লনা করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টা থেকে শুরু হওয়া অভিযানে বাসে চলাচলকারী যাত্রী ও পথচারিদের যারা মাস্ক ছাড়া চলছেন তাদের মুছলেখা নেয়া হয়। অপরাধ বিবেচনায় অর্থদণ্ডও দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাস বলেন, “প্রথমদিন হিসেবে আমরা মাস্ক ছাড়া চলাচলকারীদের সতর্ক করছি। কয়েকজনকে সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা জরিমানাও করা হয়েছে।”

তিনি আরো বলেন, “বাসের যাত্রীরা মাস্ক পরে চলছেন কিনা তা দেখছি। এখনো অনেকে মাস্ক ছাড়া বের হচ্ছেন, কেউ মাস্ক পকেটে রাখছেন। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। মৌখিকভাবে সতর্ক করা, মুছলেখা নেয়া ও অপরাধ বিবেচনায় অর্থদণ্ড দেয়া হচ্ছে।”

ভ্রাম্যমান আদালত শুরুর প্রথম ঘন্টায় বেশ কয়েকজনকে সতর্ক করার পাশাপাশি ১১ জনকে সর্বোমোট ২৮৫০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সঞ্জীব দাস।

Link copied!