বৈদ্যুতিক তারে ফানুস, ২ ঘণ্টা বন্ধের পর মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১, ২০২৩, ০৫:০৭ পিএম

বৈদ্যুতিক তারে ফানুস, ২ ঘণ্টা বন্ধের পর মেট্রোরেল চলাচল শুরু

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে গতকাল রাতে ওড়ানো বেশকিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১৬ মিনিট বন্ধ রাখা হয়েছিল।

রবিবার সকাল ১০টার পর রেল চলাচল শুরু হয় বলে জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম,এ,এন ছিদ্দিক।

তিনি বলেন, 'ফানুসের কারণে মেট্রোর বৈদ্যুতিক তারের কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনা এড়াতে সব ফানুস না সরানো পর্যন্ত রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।'

জানা গেছে, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মেট্রোরেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে তারের ওপর ছড়িয়ে থাকা ফানুস অপসারণ করা হয়।

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি।

নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে শনিবার রাত ৯টা থেকেই রাজধানীর প্রায় সব এলাকায় ওড়ানো হয়েছে ফানুস।

Link copied!