বৈশ্বিক প্রতিভা সূচক: তালিকায় যেখানে বাংলাদেশের অবস্থান

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ০৪:২২ এএম

বৈশ্বিক প্রতিভা সূচক: তালিকায় যেখানে বাংলাদেশের অবস্থান

বৈশ্বিক প্রতিভা প্রতিযোগিতামূলক সূচকে বিশ্বের ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৩ তম অবস্থানে রয়েছে। আর মধ্য ও দক্ষিণ এশিয়ার ৯টি দেশের মধ্যে অবস্থান সবার নিচে। তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে সিংগাপুর। আর তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান তৃতীয়।

বৈশ্বিক প্রতিভা প্রতিযোগিতামূলক সূচকের তালিকায় শীর্ষস্থানে সুইজারল্যান্ড। ছবি:সংগৃহীত 

ফরাসি বিজনেস স্কুল ইনসিড এবং বেসরকারি ও অলাভজনক গবেষণা সংস্থা পোর্টুল্যান্স ইনস্টিটিউট প্রকাশিত চলতি বছরের গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইনডেক্সে (জিটিসিআই)এ তথ্য জানা গেছে।

এই প্রতিষ্ঠান দুটি ৭টি বিষয়কে বিবেচনায় এনে ওই তালিকা তৈরি করা হয়। বিষয়গুলো হলো-মেধা অর্জনের সক্ষমতা, আগ্রহ, ধরে রাখা,বিকাশ, বৃত্তিমূলক, কারিগরি দক্ষতা ও বৈশ্বিক জ্ঞান।

বৈশ্বিক মেধা সূচকের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান শীর্ষে । তবে বিশ্বের মধ্যে দেশটির স্থান ৮৮তম, শ্রীলঙ্কা ৯৩তম, পাকিস্তান ১০৭তম ও নেপাল ১১৩তম, আর বাংলাদেশ ১২৩ তম।

বৈশ্বিক মেধাসূচকে শীর্ষ ১০ দেশের মধ্যে এশিয়ার একমাত্র দেশ সিংগাপুরের অবস্থান দ্বিতীয়। ছবি: সংগৃহীত

বৈশ্বিক মেধা সূচকের তালিকায় মধ্য ও দক্ষিণ এশিয়ার ৯টি দেশ, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশেনিয়ার ১৫টি দেশ, ইউরোপের ৩৯টি, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ২০টি, উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ১৯টি, উত্তর আমেরিকার ২টি ও সাব-সাহারান আফ্রিকার ৩০টি দেশ স্থান পেয়েছে।

চলতি বছরের জিটিসিআই তালিকায় স্থান পাওয়া প্রথম ১০টি দেশ হলো-সুইজারল্যান্ড (প্রথম),সিংগাপুর (দ্বিতীয়), যুক্তরাষ্ট্র (তৃতীয়),ডেনমার্ক (চতুর্থ), সু্ইডেন (পঞ্চম), নেদারল্যান্ডস (ষষ্ঠ), ফিনল্যান্ড (সপ্তম), লুক্সেমবার্গ (অষ্টম), নরওয়ে (নবম) ও আইসল্যান্ড(দশম)।

বৈশ্বিক মেধাসূচকে শীর্ষ ১০ দেশের মধ্যে ইউরোপের সুইডেনের অবস্থান পঞ্চম। ছবি: সংগৃহীত

এছাড়া তালিকায় আরও রয়েছে অস্ট্রেলিয়া (১১তম), যুক্তরাজ্য (১২তম), কানাডা (১৩তম), জার্মানি (১৪তম), নিউজিল্যান্ড (১৫ তম),আয়াল্যান্ড (১৬তম), বেলজিয়াম (১৭তম, অস্ট্রিয়া (১৮তম),ফ্রান্স (১৯তম) ও জাপান (২০তম)।

বৈশ্বিক মেধা সূচকে দেখা যায়, তালিকায় থাকা প্রথম ২৫টি দেশের মধ্যে ইউরোপেরই রয়েছে ১৭টি দেশ।ইউরোপের অন্যতম ধনী দেশ ফ্রান্স এবছর টপ টুয়েন্টি দেশের মধ্যে ১৯তম স্থান দখলে নিয়েছে।

এ বছরের জিটিসিআই তালিকার ১৩৪টি দেশের মধ্যে ৪৭টি উচ্চ আয়ের, ৩৬টি উচ্চ-মধ্যম আয়ের, ৩৬টি নিম্ন-মধ্যম আয়ের ও ১৪টি নিম্ন-আয়ের দেশ স্থান পায়।

শহরের তালিকায় শীর্ষে সানফ্রান্সিসকো

বৈশ্বিক সিটি প্রতিভা প্রতিযোগিতামূলক সূচকও প্রকাশ করেছে ফরাসি বিজনেস স্কুল ইনসিড এবং পোর্টুল্যান্স ইনস্টিটিউট।

সানফ্রান্সিসকো শহর, যুক্তরাষ্ট্র।ছবি: সংগৃহীত

এ তালিকায় শীর্ষ ১০টি শহরের মধ্যে ৩টি শহরই মার্কিন যুক্তরাষ্ট্রের। অন্য ৬টি শহর ইউরোপের বিভিন্ন দেশের। অন্য ৫ মহাদেশের মধ্যে এশিয়ার একমাত্র সিংগাপুর শহর তালিকায় সপ্তম স্থানে রয়েছে।শীর্ষ দশে থাকা শহরগুলো হলো-যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো (১ম), সুইজারল্যান্ডের জেনেভা (দ্বিতীয়),যুক্তরাষ্ট্রের বোস্টন (তৃতীয়), সুইজারল্যান্ডের জুরিখ(চতুর্থ), লুক্সেমবার্গ (পঞ্চম), আয়ারল্যান্ডের ডাবলিন(ষষ্ঠ),সিংগাপুর (সপ্তম), যুক্তরাষ্ট্রের সিয়েটোল (অস্টম), যুক্তরাজ্যের লন্ডন (নবম) ও ফিনল্যান্ডের হেলসিঙ্কি (দশম)।

Link copied!