দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা ভঙ্গ করার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়েছেন, “ঘরের ভেতর ঘর করবেন না, মশারির মধ্যে মশারি খাটাবেন না। শৃঙ্খলা মেনে চলতে হবে।”
শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “যারা শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। শেখ হাসিনার শাস্তি দেওয়ার পদ্ধতি একটু ভিন্ন রকম। যারা শাস্তি পেয়েছেন তারা ঠিকই বুঝেছেন, আর যারা পাননি তাদের স্মরণ করিয়ে দিচ্ছি।”
তিনি আরও বলেন, “অপকর্ম যারা করেন, শুদ্ধ হয়ে যান। মনে করেছেন- (শেখ হাসিনা) চুপচাপ আছেন, কেউ শাস্তি পাচ্ছে না কেন? শাস্তি পাবে। গত জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ এমপি মনোনয়ন পায়নি, এটাও শাস্তি। এখানে সব শেষ নয়। শাস্তি দেওয়ার অনেক সময় আছে। সময় মতো হিসাব হবে, কেউ রেহাই পাবেন না।”
দলের মধ্যে অন্তর্কোন্দল না করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, “নিজেদের শত্রু নিজেরা না হই। আপন ঘরে যাদের শত্রু, তাদের বাইরের শত্রুর দরকার নেই। মুখে বলবেন বঙ্গবন্ধু, শেখ হাসিনা। তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”