ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২১, ০৫:২১ এএম

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৭ আগস্ট) রাতে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ব্যারিস্টার সুমনকে অব্যাহতির বিষয় সম্পর্কে এখনই কোনকিছু জানাতে আমি অপারগ। সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার সুমনকে বিস্তারিত কারণ লিখে ই-মেইল করছেন। আপনারা ওনার কাছে থেকে পরবর্তীতে বিস্তারিত জেনে নিতে পারবেন।’

জানা গেছে, ইতোমধ্যে অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করা হয়েছে। রাতের (৭ আগস্ট) মধ্যেই ই-মেইলে সুমনকে চিঠিটি পাঠানো হবে।

এর আগে, একজন অফিসার ইনচার্জের (ওসি) প্রকাশ্য অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে ফেসবুক লাইভ করে বিতর্কে আসেন সুমন। গত কয়েকদিনে তাকে অব্যাহতি দেয়ার দাবি ওঠে স্যোশাল মিডিয়ায়।

২০২০ সালের ১৪ নভেম্বর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেখানে যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সুমন।

Link copied!