মুন্সিগঞ্জে রিকশা চালকের মারধরে যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

মে ৫, ২০২২, ১০:৩২ পিএম

মুন্সিগঞ্জে রিকশা চালকের মারধরে যাত্রী নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্যাটারিচালিত রিকশাচালকের মারধরে এক যাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যাত্রীর নাম আলী হোসেন। তিনি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলের পাড় এলাকার প্রয়াত আবদুল জব্বারের ছেলে। আলী হোসেন পেশায় একজন কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আলী হোসেন ইছাপুরা অটোস্ট্যান্ড থেকে ব্যাটারিচালিত রিকশায় করে ইছাপুরা ইউনিয়নের লালবাড়ি সেতুর এলাকায় যান। তিনি ভাড়া বাবদ চালককে পাঁচ টাকা দেন। তবে চালক আরও বেশি ভাড়া দাবি করেন। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই চালকের সঙ্গে তাঁর পরিচিত আরেক চালক সেখানে আসেন। তাঁরা দুজন আলী হোসেনকে বেদম মারধর করেন।

পরে স্থানীয় লোকজন আলী হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই ওই যাত্রী মারা যান। তাঁর বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে ওই দুই রিকশাচালক পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

Link copied!