মুন্সীগঞ্জে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২২, ১০:৪৩ পিএম

মুন্সীগঞ্জে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

মুন্সীগঞ্জের পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার। একইসঙ্গে সড়ক প্রশস্ত করা হবে। এ সংক্রান্ত প্রস্তাবের পূর্ত কাজ পেল চায়নার দুই প্রতিষ্টান। এতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২০৬ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৩৫৬ টাকা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।  

সভা শেষে অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৯টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ক্রয় কমিটি মোট ৭টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ৭টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৩৪১ কোটি ৫৮ লাখ ৮৫ হাজার ১৩২ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ১ হাজার ৯৩৯ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৬৭৪ টাকা এবং জাইকা ঋণ ৪০১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫৮ টাকা।

Link copied!