যোগাযোগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী অভূতপূর্ব উন্নয়ন করেছেন: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৩, ০৪:৪৪ এএম

যোগাযোগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী অভূতপূর্ব উন্নয়ন করেছেন: নৌপ্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ ও আকাশ যোগাযোগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়ন করেছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংহঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

আসছে ০২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা শাখা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, “আমাদের কুড়িগ্রামের এই চিলমারি নৌবন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৬০০ কোটি টাকা অনুমোদন করেছেন। এই বন্দর যদি হয়ে যায়, এই রংপুর অঞ্চলে আমাদের ভারতের সাথে, ভুটানের সাথে, নেপালের সাথে নৌযোগাযোগ শুরু হয়ে যাবে।” এসময় চিলমারী-রৌমারী দীর্ঘ ২১ কিলোমিটার রুটে ফেরি সার্ভিস চালুর কার্যক্রম শুরু হয়ে গেছে বলেও তিনি জানান।

দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে শরণার্থীর জীবন কাটিয়েছেন এবং সেই শরণার্থীর জীবন শেষে ১৯৮১ দেশে ফিরে শেখ হাসিনা বলেছিলেন, “আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার জন্য দেশে আসি নাই। আমি এসেছি এদেশের মানুষের ভাগ্যের  পরিবর্তন করার জন্য। আমরা রংপুরের মানুষ তাঁর কাছে কৃতজ্ঞ। রংপুরের মঙ্গা কবলিত মানুষ আজ ভিক্ষার হাত বাড়িয়ে দেয় না। ঘরে ঘরে ছেলেরা শিক্ষিত হচ্ছে। এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।”

এসময় তিনি ০২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি ব্যাপক প্রস্তুতি নেওয়ার আহবান জানান।  

Link copied!