রওশনের ডাকে সাড়া দিলেন না জাপার এমপি-নেতারা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩, ২০২২, ০৯:২৮ এএম

রওশনের ডাকে সাড়া দিলেন না জাপার এমপি-নেতারা

থাইল্যাণ্ডের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘ প্রায় আট মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পর সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের নেতাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। ওই মতবিনিময় সভায় দলের দুই প্রেসিডিয়াম সদস্য ছাড়া দলের অন্য  প্রেসিডিয়াম সদস্য, সিনিয়র নেতা-এমপি কেউ আসেননি।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে জাপার ব্যানারে আয়োজিত এই মতিবিনিময়ে রওশন এরশাদ দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ প্রেসিডিয়ামের সব সদস্য, দলীয় সংসদ সদস্য ও দলের সাবেক সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে দলের প্রেসিডিয়ামের দুই জন সদস্য ছাড়া আর কেউ রওশনের সভায় যাননি, দলের এমপিরাও কেউ যাননি। বরং রওশন যখন মতবিনিময় সভা করছিলেন, তখন জি এম কাদেরসহ দলটির নেতা-এমপিদের বেশির ভাগই বনানী কার্যালয়ে অবস্থান করছিলেন।

রওশনের মতবিনিময় সভায় জাপার প্রেসিডিয়ামের দুই সদস্য হাবিবুর রহমান হবি ও কারি হাবিবুল্লাহ বেলালী উপস্থিত ছিলেন। সংসদ সদস্যদের মধ্যে শুধু রওশনপুত্র রাহ্গীর আল মাহী (সাদ) এরশাদ ছিলেন। উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ও সৌদি আরবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ।

রাজধানীর ওয়েস্টিনে মতবিনিময় সভার বিষয়ে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসিহ গণমাধ্যমকে বলেন, ‘ম্যাডাম নিজেই প্রোগ্রামটি করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে দলের সবাইকে নিয়ে কথা বলতে চেয়েছেন। বিষয়টি একেবারেই মানবিক, এখানে কোনো রাজনীতি ছিল না।’ ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’-এর চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ গণমাধ্যমে বলেন, “রওশন এরশাদ ঐক্যবদ্ধ জাপা গড়ার আহ্বান জানিয়েছেন।’ প্রসঙ্গত, মেডিক্যাল চেকআপের জন্য রওশন এরশাদ আগামী মঙ্গলবার সকালে আবার ব্যাংকক যাচ্ছেন।”

দলের প্রধান পৃষ্ঠপোষক আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ না করার বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, “ম্যাডাম জি এম কাদেরকে ফোন করে বলেছিলেন তিনি যেন এমপিদের সঙ্গে নিয়ে ওয়েস্টিনে যান। সেই অনুযায়ী জি এম কাদের সাহেব এমপিদের সবাইকে সকাল ১১টায় বনানী কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ জানান। আমরা সবাই বনানী কার্যালয়ে আসার পর জানতে পারি উনি (রওশন) একই সময়ে দল থেকে বহিষ্কৃতদেরও ডেকেছেন। এ কারণে আমরা কেউ আর ওয়েস্টিনে যাইনি।”

 

চুন্নু বলেন, “পরে আমি বনানী অফিসে বসে ম্যাডামকে ফোন করে বলেছি- এমপিদেরকে ডেকে একই সময়ে বহিষ্কৃতদেরও ডাকা ঠিক হয়নি। ঠিক আছে, আপনি সময় দিলে জি এম কাদের সাহেবের নেতৃত্বে আমরা এমপিরা সবাই আগামীকাল (আজ রবিবার) আসব।”

এদিকে, ওয়েস্টিনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় রওশন এরশাদ অবাক ও ব্যথিত হয়েছেন। অনানুষ্ঠানিকভাবে রওশন উপস্থিত নেতাদের বলেছেন, “যাদেরকে আমি এমপি বানালাম, তারাও কেউ এলো না্।”

ক্ষোভ প্রকাশ করে জাপার চিফ প্যাট্রন বলেন, “দীর্ঘ প্রায় আট মাস আমি থাইল্যান্ডে চিকিত্সাধীন ছিলাম। পার্টির কেউ আমার খোঁজ নেয়নি। আমি কিন্তু সবার খোঁজ নিয়েছি। অথচ যাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, তারাই আমার নিয়মিত খোঁজ রেখেছেন। মসজিদ, মাজারসহ বিভিন্ন উপাসনালয়ে দোয়া প্রার্থনা করেছেন তারা।”

Link copied!