রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে প্রত্যাবর্তনে সহযোগিতা অব্যাহত রাখবে ফ্রান্স: জিন-ম্যারি

কূটনৈতিক প্রতিবেদক

জুলাই ১৪, ২০২১, ০২:১৮ এএম

রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে প্রত্যাবর্তনে সহযোগিতা অব্যাহত রাখবে ফ্রান্স: জিন-ম্যারি

বাস্তিল বিক্ষোভ দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-ম্যারি আজ এক বিবৃতিতে জানিয়েছেন, দুদেশের বন্ধুত্ব জোরদার করার জন্য তিনি চেষ্টা অব্যাহত রাখবেন।

বিবৃতিতে তিনি বলেন, বিশ্ববাসীর জীবন পরিবর্তন করে দেয়া এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে যারা সম্মুখসারীতে কাজ করছেন, আমি তাদের প্রতি গুরুত্ব আরোপ করে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।

তিনি বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধে যাওয়া বাঙালি জাতিকে সমর্থন প্রদান করেছিলেন আন্দ্রে মালরাক্স। সে সময় থেকেই আমাদের দুদেশের মধ্যে উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রবহমান। বিভিন্ন ক্ষেত্রে করা পারস্পরিক সহযোগিতা আমাদের সামনে নতুন নতুন আরও অনেক ক্ষেত্রের উন্মোচন করেছে।

এ সময় তিনি গত মাসে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নত ডিজিটাল সমাধানকে সমর্থন করার জন্য ফরাসী উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ সরকারের মধ্যে ১২ মিলিয়ন ইউরোর একটি অনুদান ফিনান্সিং চুক্তি স্বাক্ষরের কথা উল্লেখ করেন।

এছাড়াও ফ্রান্সের রাষ্ট্রদূত তার বিবৃতিতে আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের করা সহযোগিতাকে স্বাগত জানিয়ে তারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদা পূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবর্তন করতে পারে সেজন্য ফ্রান্স আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার চেষ্টা অব্যাহত রাখবে।

Link copied!