শুক্রবার বাবা-মায়ের কবরের পাশেই ব্যারিস্টার মওদুদের দাফন

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৯, ২০২১, ০৪:৩৫ এএম

শুক্রবার বাবা-মায়ের কবরের পাশেই ব্যারিস্টার মওদুদের দাফন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। শুক্রবার  রাজধানীতে সর্বস্তরের শ্রদ্ধা ও জানাজা শেষে পৈতৃক বাড়ি ও জন্মস্থান নোয়াখালীতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হবে ব্যারিস্টার মওদুদ আহমদকে। এটাই ছিল তার শেষ ইচ্ছা।

শুক্রবার দুপুরে কবিরহাট সরকারি কলেজ মাঠে, বিকেলে বসুরহাট সরকারি কলেজ মাঠে ও নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে, শুক্রবার সকালে রাজধানী থেকে হেলিকপ্টারে করে কোম্পানীগঞ্জে নেয়া হবে মওদুদ আহমদের মরদেহ।

ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, বাবা-মায়ের কবরের পাশে দাফনের কথা তিনি নিজেই জানিয়েছিলেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী পরিবারের পক্ষ থেকে সেখানে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ব্যারিস্টার মওদুদ আহমদের জানাজা-দাফন সম্পন্ন করতে বৃহস্পতিবার সন্ধ্যায় মাইজদীতে প্রস্তুতি সভার করেছে জেলা বিএনপি। সভায় স্বাস্থ্যবিধি ও অন্যান্য নিয়ম মেনে জানাজা ও দাফন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয় নেতাকর্মীদের।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৮১ বছর বয়সে ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যু হয়।

Link copied!