শুক্রবার হজ কার্যক্রমের উদ্বোধন, প্রথম হজ ফ্লাইট ২১ মে

নিজস্ব প্রতিবেদক

মে ১৮, ২০২৩, ১১:২৪ পিএম

শুক্রবার হজ কার্যক্রমের উদ্বোধন, প্রথম হজ ফ্লাইট ২১ মে

চলতি বছর হজে যাওয়ার কার্যক্রম শুরু হচ্ছে শুক্রবার (১৯ মে)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। আসছে ২০ মে দিবাগত রাত পৌনে ‍৩টায় বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়,শুক্রবার (১৯ মে) প্রধানমন্ত্রী চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করলেও এবার তিনি সশরীরেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। তবে উদ্বোধনী অনুষ্ঠানের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আগামী ২০ মে রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে। এরই মধ্যে হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। 

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাচ্ছেন। হজযাত্রী নিবন্ধন শেষ হলেও  এবার হজের খরচ বেশি হওয়ায় কোটা পূরণ করা যায়নি। কোটা পূরণে আরও দরকার ছিলো সাড়ে তিন হাজার হজযাত্রী।

Link copied!