সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন শেরিফা কাদের

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৪, ২০২১, ১০:৪৩ পিএম

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন শেরিফা কাদের

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এম এ রশীদের শূন‌্য আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্ত্রী শেরিফা কাদের। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)  একক প্রার্থী হিসেবে শেরিফা কাদেরকে মনোনয়ন দেওয়ায় তিনিই সংসদ সদস্য হতে চলেছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব মো. আবুল কাসেমের  কাছে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে শেরিফা কাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, জহিরুল ইসলাম জহির উপস্থিত ছিলেন।

শেরিফা কাদের একসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব দেন জিএম কাদের।

প্রসঙ্গত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এমএ রশিদ গত ১৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে সংরক্ষিত মহিলা আসন- ৪৫ শূন‌্য হয়।  

Link copied!