কোরবানির পশু পরিবহণে তিন দিন চলবে বিশেষ ট্রেন

জাতীয় ডেস্ক

মে ২৮, ২০২৪, ০৬:০৫ পিএম

কোরবানির পশু পরিবহণে তিন দিন চলবে বিশেষ ট্রেন

প্রতীকী ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহণে ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেল ভবনে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী এ কথা জানান।  

ডিজি সরদার সাহাদাত আলী বলেন, “ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি এবারের ঈদযাত্রা নিরাপদ হবে। নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রীদের সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে।”

এছাড়া পশ্চিমাঞ্চলে কোরবানির পশু পরিবহণের লক্ষ্যে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ পরিচালনা করা হবে। পূর্বাঞ্চলে ১২ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ এবং ১৩ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ পরিচালনা করা হবে বলেও জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক।

Link copied!