গত ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছেন ৯০ শতাংশ বেসামরিক লোক। এই সংখ্যা প্রায় ১৯ লাখ বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম ও পুনর্গঠন বিষয়ক সমন্বয়ক সিগরিদ কাগ।
বৃহস্পতিবার (৪ জুলাই) নিউ ইয়র্কে রাশিয়া আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এই তথ্য জানান তিনি।
তিনি জানান, “নতুন করে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের বেসামরিক লোকজনকে সরে যেতে ইসরায়েলের দেওয়া নতুন নির্দেশনায় আমি অনেকটাই উদ্বিগ্ন।”
সিগরিদ কাগ বলেন, “ফিলিস্তিনের জনগণ চরম দুর্ভোগে রয়েছে। তাদের ঘরবাড়ি বলতে কিছু নেই। জীবন সেখানে বিপন্ন। যুদ্ধ সেখানে শুধু মানবিক সংকটই তৈরি করেনি ব্যাপক আকারে মানবিক দুর্দশাও ডেকে এনেছে।”
হামলা জোরদারের অভিপ্রায়ে গতকাল বুধবার বেসামরিক লোকজনকে গাজার খান ইউনিস শহর থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এর ফলে আড়াই লাখ ফিলিস্তিনি আবার নতুন করে বাস্তুচ্যুত হবে বলে আনুমানিক হিসাব দিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের হামলার কারণে বারবার গাজাবাসী তাদের আবাসস্থল বদলে বাধ্য হচ্ছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে হামাস। প্রতিক্রিয়াস্বরূপ গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। টানা ৯ মাস ধরে উপত্যাকাটিতে দেশটির অভিযান চলছে। এখন পর্যন্ত দেশটির অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ১১ জনে উন্নীত হয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে সেখানকার লোকজনের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বিচার আদালতে এরই মধ্যে ইসরায়েল গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান