ইউটিউবের শর্টসে আসছে নতুন চমক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

জুলাই ৪, ২০২৪, ০৮:১২ পিএম

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে ইউটিউব। এসব প্ল্যাটফর্মে সহজেই ছোট আকারের ভিডিও তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় প্রতিনিয়তই তরুণ-তরুণীরা আকৃষ্ট হচ্ছেন।

সময়ের সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছে ইউটিউবের স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শর্টস। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইউটিউবও বাড়িয়ে যাচ্ছে ফিচার। এবার ইউটিউব শর্টসের জন্য নতুন তিনটি ফিচার নিয়ে আসছে গুগল। প্রযুক্তিভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

বলা হয়েছে, ইউটিউবের শর্টস সিগমেন্টটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এই জনপ্রিয়তাকে পুঁজি করে নতুন ফিচার আনছে গুগল কর্তৃপক্ষ। তবে সবাই নয়, প্ল্যাটফর্মটির প্রিমিয়াম ব্যবহারকারীরাই শুধু এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। এবার ইউটিউবের শর্টসে তিনটি ফিচার যুক্ত হতে যাচ্ছে।

শর্টস তিনটি হলো:
১. স্মার্ট ডাউনলোড (Smart Download);
২. পিক-ইন-পিকচার;
৩. জাম্প আহেড (Jump ahead)।

এসব ফিচার থেকে যেসব সুবিধা পাওয়া যাবে:
স্মার্ট ডাউনলোড (Smart Download): অনেকেই ইউটিউব থেকে শর্টস ডাউনলোড করে রাখতে চান। আবার অনেকেই লিংক সংরক্ষিত করে রাখে। মূলত ডাউনলোড করার কোনো অপশন না থাকায় লিংক সেভ করে রাখে। তবে স্মার্ট ডাউনলোড (Smart Download) ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে থাকা শর্টসগুলো ইউটিউবের লাইব্রেরিতে থেকে যাবে। এতে এমবি না কিনেও অফলাইনে ভিডিও দেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

পিক-ইন-পিকচার: সব ধরনের স্মার্টফোনে অ্যাপস মিনিমাইজ করে রাখা যায় এটি। এ ছাড়া ডিসপ্লেতেও ছোট করে রাখা যায়। এমনই এক ধরণের ফিচারে আনতে যাচ্ছে ইউটিউব শর্টস। ফিচারটি হলো পিক-ইন-পিকচার। যার মাধ্যমে অ্যাপ থেকে বের হয়ে গেলেও শর্টসের ভিডিওগুলো ডিসপ্লেতে ছোট ফ্লোটিং উইন্ডোতে হয়ে থাকবে। ফোনের যে কোনো জায়গায় রাখা যাবে উইন্ডো।

জাম্প আহেড(Jump ahead): ইউটিউবে একটি ভিডিও দেখা শুরু করলে কনটেন্টের কোনও অংশ ভালো না করলে টেনে দেখা যায় অথবা ডাবল ক্লিক করেও টানা যায় এর মাধ্যমে। তবে জাম্প আহেড (Jump ahead) ফিচারের মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা ডাবল ক্লিকের মাধ্যমে রিকমেন্ডেড অংশ থেকে ভিডিও চালু হবে। এর ফলে সবচেয়ে ভালো অংশ থেকে বা অকর্ষণীয় জায়গার থেকে ভিডিওটি চালু হবে।
 

Link copied!