পেনাল্টি পেলেন না ভিনি, কনমেবল এখন বলছে ভুল হয়েছে!

স্পোর্টস ডেস্ক

জুলাই ৪, ২০২৪, ০২:০১ পিএম

পেনাল্টি পেলেন না ভিনি, কনমেবল এখন বলছে ভুল হয়েছে!

দানিয়েল মুনোজ এভাবে ডি বক্সে ফেলে দেন ভিনিসিয়াসকে। ছবি: এক্স

কলম্বিয়া ও ব্রাজিলের অগ্নিপরীক্ষা ছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে হবে। সে ম্যাচটি ১-১ গোলে ড্র হলে ব্রাজিল দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে যায়। অবশ্য ৪২ মিনিটে যদি ভিনি পেনাল্টি থেকে গোল পেতেন। তবে সেটা পেনাল্টি দেয়া হয়নি। দানিয়েল মুনোজ তাকে ডি বক্সে ট্যাকল করে ফেলে দেন। 

আর সেটা ভুল হয়েছে মেনেছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সংস্থা কনমেবল।  কনমেবল একটি ভিডিও বার্তায় বলেছে, ‘ পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি। এর ফলে সংঘর্ষ হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে এটা যৌক্তিক ছিল না। রেফারি এটি দেখতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন। ভিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে।’

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। ৭ জুলাই ভোর ৭টায় খেলা।  

Link copied!