বর্ষায় ঘুরতে বেরোলে যেসব জিনিস সঙ্গে রাখবেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২৪, ০৩:১৪ পিএম

বৃষ্টির দিন কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? তবে অবশ্যই মাথায় রাখবেন আবহাওয়ার সঙ্গে বদলায় প্রয়োজন, বদলায় জীবনধারা। আর যখন সময়টাই বৃষ্টি-বাদলের, তখন তো হুটহাট বৃষ্টি নামতেই পারে।

পাহাড়

পাহাড় হোক বা সমুদ্র- যেখানেই যান, আপনার সঙ্গী হতে পারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। তাই এ সময় সচেতন থাকা ভালো। আর এজন্য নিজের সঙ্গে রাখতে হবে কিছু প্রয়োজনীয় সামগ্রী-

ছাতা ও  রেইনকোট

রেইন কোট ও ছাতা
বর্ষায় ভ্রমণের সময় ব্যাগে ভালো মাসের ছাতা ও রেইনকোট অবশ্যই থাকা চাই। এই দুই জিনিস হবে আপনার অসময়ের বন্ধু। আর অকারণে ভিজলে ঘোরার আনন্দই মাটি হয়ে যেতে পারে আপনার।

স্যানিটাইজার

স্যানিটাইজার
সংক্রমণের ঋতু বর্ষা। নানান রোগ হয় এ সময়। তাই নিজের পরিচ্ছন্নতায় মনোযোগ দিতে হবে। ব্যাগে রাখুন স্যানিটাইজার। বারবার তা দিয়ে হাত পরিষ্কার করে নিন।

প্রয়োজনীয় ওষুধ

প্রয়োজনীয় ওষুধ
বর্ষায় বাইরের পানি পানে পেটের গোলমাল হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া বাইরে ঘুরতে গেলে সফরের সময় বমি, মাথা ধরার মতো সমস্যাও দেখা দিতে পারে। সর্দি-কাশি-জ্বর হওয়ার সম্ভাবনাও থেকে যায়। তাই প্রয়োজনীয় ওষুধগুলো সঙ্গে নিয়ে নিন।

জুতা

জুতা
বর্ষায় ঘুরতে গেলে এমন জুতা পরুন যেন সেটি ওয়াটার প্রুফ হয়। ভেজা জুতা দীর্ঘক্ষণ পায়ে পরলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। সেসঙ্গে জ্বর-ঠাণ্ডার আশঙ্কাও থাকে। সম্ভব হলে একজোড়া বাড়তি জুতা সঙ্গে রাখুন।

ছোট তোয়ালে

ছোট তোয়ালে
ব্যাগে একটি ছোট তোয়ালে থাকলে বৃষ্টিতে চুল বা শরীর ভিজে গেলে মুছে নিতে পারবেন দ্রুত। এই সময়ের জন্য এমন তোয়ালে বেছে নিন, যা সহজে পানি শোষণ করতে সক্ষম এবং শুকিয়েও যায় সহজে।

পলিব্যাগ

পলিব্যাগ
সাথে কিছু পলিব্যাগ রাখতে পারেন। ভেজা জিনিসগুলো রাখুন সেই পলিব্যাগে। তবে সুযোগ পেলেই ভেজা জিনিসপত্র রোদে শুকিয়ে নেবেন।

প্লাস্টিক জিপলক
ব্যাগে বেশ কয়েকটি প্লাস্টিকের জিপলক পাউচ ভরে রাখুন। বৃষ্টির সময় এগুলোতে ফোন, চার্জার, ওষুধ, টাকাপয়সা ও বিবিধ জিনিস ভরে রাখতে পারবেন। এতে প্রয়োজনীয় জিনিসগুলো সুরক্ষিত থাকবে।

Link copied!