ডিসেম্বর ১, ২০২৫, ০১:১৪ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে আজ আনুষ্ঠানিকভাবে পর্যটকবাহী জাহাজ চলাচল আবার শুরু হয়েছে। সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে তিনটি জাহাজ ১,১৭৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে এগুলো দ্বীপে পৌঁছাবে বলে জানানো হয়েছে।
নভেম্বরে দ্বীপে রাতযাপনের সুযোগ না থাকায় পর্যটকের আগ্রহ কমে যায় এবং এ রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে ঘোষণামতো আজ ভোর থেকেই পর্যটকেরা জেটিতে সমবেত হন। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, টুরিস্ট পুলিশ, বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা সরকারের ১২ দফা নির্দেশনা নিশ্চিতে ঘাটে উপস্থিত ছিলেন।
সেন্টমার্টিনে একবার ব্যবহার্য প্লাস্টিক কমাতে প্রতিটি পর্যটককে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির বোতল সরবরাহ করা হয়।
সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রথম দিন তিনটি জাহাজে ১,১৭৪ জন পর্যটক সেন্টমার্টিনে গেছেন।
তদারকি কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দৈনিক দুই হাজারের বেশি পর্যটককে দ্বীপে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রথম দিনের অভিযানে অনলাইনে নিবন্ধন ছাড়া টিকিট বিক্রির অভিযোগে কেয়ারি সিন্দাবাদ জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, প্লাস্টিক বর্জ্য কমাতে জেটিঘাট থেকেই পর্যটকদের অ্যালুমিনিয়ামের বোতল দেওয়া হয়েছে।
জানা গেছে, আজ থেকেই পর্যটকেরা সেন্টমার্টিনে রাতযাপন করতে পারবেন। প্রতিদিন সকাল ৭টায় কক্সবাজার থেকে জাহাজ ছাড়বে এবং পরদিন দুপুর ৩টায় সেন্টমার্টিন থেকে ফিরে আসবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এ সেবা চালু থাকবে।
উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপকে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়। ২০২৩ সালের ৪ জানুয়ারি দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরের ১,৭৪৩ বর্গকিলোমিটার এলাকা সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবেও ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।