সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সহিংসতা বিরোধী কনসার্ট'

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২১, ১২:৫৩ এএম

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সহিংসতা বিরোধী কনসার্ট'

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর শুক্রবার বিকাল ২.৩০ টায় টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সহিংসতা বিরোধী কনসার্ট”। 

'আক্রান্ত মানুষ রক্তাক্ত দেশ, এ মাটির কসম, রুখবোই বিদ্বেষ' এই স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের অন্তর্ভূক্ত সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিবাদী কনসার্টের আয়োজন করেছে। সাম্প্রতিক সময়ের চলমান সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক প্রতিবাদ জ্ঞাপন করার উদ্দেশ্যে একাত্ম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের শিক্ষার্থীরা। 

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যানারে এই সাংস্কৃতিক প্রতিবাদের ভাষা হিসেবে কনসার্টে থাকছে গান, নৃত্য, কবিতা এবং মূকাভিনয়। এইসচেতনতামূলক কনসার্টে দেশের নামকরা ব্যান্ডসমূহের পাশাপাশি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরবিভিন্ন শিক্ষার্থীদের পরিবেশনা। কনসার্টে অংশগ্রহণ করবেন জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন,মেঘদল, সহজিয়া, শহরতলী,বাংলাফাইভ এবং গানপোকাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ব্যান্ডদল এবং সলো আর্টিস্টরা।

Link copied!