সুদান ভ্রমণে না যাওয়ার পরামর্শ বাংলাদেশি নাগরিকদের

কূটনৈতিক প্রতিবেদক

এপ্রিল ২৩, ২০২৩, ০১:৫৭ এএম

সুদান ভ্রমণে না যাওয়ার পরামর্শ বাংলাদেশি নাগরিকদের

দেশের ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে লড়াইয়ের মধ্যে দেশটিতে ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

শনিবার (২২ এপ্রিল) দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সুদানে বাংলাদেশ দূতাবাসের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। যার ফলে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে ব্যাঘাত ঘটছে। খার্তুম বিমানবন্দরসহ শহর এবং দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। তাই বাংলাদেশের নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সকল বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, চলমান বিবাদের এক পক্ষে রয়েছেন সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান। অপরপক্ষে রয়েছেন তারই ডেপুটি ও দেশটির প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগলো। গত শনিবার থেকে এই সংঘর্ষ শুরু হয়।

২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে জেনারেল বুরহান ক্ষমতাসীন হবার পর থেকেই দেশটিতে রাজনৈতিক তোলপাড় চলছে।

ক্ষমতা হাতে নিয়েই আল-বুরহান দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন। ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। তিনি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে প্রস্তাবিত বেসামরিক সরকারে কে একীভূত সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করবেন - তা নিয়ে মূলত তৈরি হয় বিবাদ।

চলমান এই বিবাদে এ পর্যন্ত চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ৪১৩ জন নিহত এবং ৩ হাজার ৫৫১ জন আহত হয়েছে।’

 

এদিকে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৯ জন শিশু রয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক শিশু এই সংঘাতে আহত হয়েছে।

Link copied!