স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৮, ২০২২, ০৩:৩১ এএম

স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে বেড়েছে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে কমেনি। অথচ গত ২২ আগস্ট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে দেশের বাজারে দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত ২২ আগস্ট আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫৫ ডলার কমে। তখন দেশের বাজারে উল্টো স্বর্ণের দাম বাড়ে।  ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা করা হয়। ২১ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯২ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ১১৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ২২০ টাকা করা হয়।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি ২১ আগস্ট বৈঠক করে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

Link copied!