সড়কে জন্ম নেওয়া নবজাতকটি সুস্থ হয়ে উঠছে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২২, ০৪:১৯ পিএম

সড়কে জন্ম নেওয়া নবজাতকটি সুস্থ হয়ে উঠছে

সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর সময় জন্ম নেওয়া নবজাতকটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এর আগে নবজাতকের জন্ডিস, রক্তস্বল্পতা ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

নবজাতকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যসচিব চিকিৎসক নজরুল ইসলাম জানান, জন্ডিস থেকে সেরে উঠেছে সে। রক্তস্বল্পতা ও শ্বাসকষ্ট কিছুটা থেকে গেলেও শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। কিছু পরীক্ষা করতে দেওয়া হয়েছে। আজ সন্ধ্যার আগে সেসব পরীক্ষার ফল পাওয়া যাবে। রক্তে কোনো ধরনের সংক্রমণ হয়েছে কি না, সেটি এসব পরীক্ষায় জানা যাবে। এককথায় ভর্তি হওয়ার সময়ের চেয়ে নবজাতকটি এখন ভালো আছে, সুস্থ হয়ে উঠছে। যেকোনও সময় তাকে ছুটি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত শনিবার (১৬ জুলাই) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের দরিরামপুর এলাকায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন মারা যায়। মায়ের মৃত্যুর আগ মুহূর্তে গর্ভ থেকে জন্ম নেয় নবজাতক শিশুটি।

Link copied!