হিমেল স্মরণে রাবিতে প্রতিবাদী শিল্পকর্ম প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৯, ২০২২, ০২:০৯ এএম

হিমেল স্মরণে রাবিতে প্রতিবাদী শিল্পকর্ম প্রদর্শনী

আশপাশ থেকে কুড়িয়ে আনা ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে হিমেলের মারা যাওয়ার স্থানটি। একটু দূরেই দাঁড়িয়ে আছে শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে পুড়ে যাওয়া ঘাটক ট্রাকটি।

মাঝখানের জায়গায় হিমেলের হাতের অন্তত ২০টি শিল্পকর্ম সাজিয়ে করা হয় হিমেল কর্নারে। সামনেই বালি আর ইটের খোয়া দিয়ে মস্তিষ্ক পিষে যাওয়া হিমেলের মৃতদেহের প্রতিকৃতি গড়া হয়েছে। এর মাঝে বেজে চলেছে করুণ সুর।

এভাবেই ক্যাম্পাসের ভেতর ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের স্মরণে চিত্রকর্ম প্রদর্শনী করেছে চারুকলার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মাহবুব হাবিব হিমেল একাডেমিক ভবনের সামনে মঙ্গলবার বেলা ১১টা থেকে দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়।

এর আগে বৃহস্পতিবার হিমেল স্মরণে উন্মুক্ত আর্টক্যাম্প আয়োজন করেছিল চারুকলার সতীর্থরা। সে ক্যাম্প থেকে সৃষ্ট ২ শতাধিক শিল্পকর্মের পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে হিমেলের করা অন্তত ২০টি শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে।

আয়োজক শিক্ষার্থীরা বলছেন, হিমেল স্মরণে আর্ট ক্যাম্পের আজ শেষ দিন। তারা তাদের মনের ভাবকে চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। হিমেলকে হারিয়ে সবাই শোকার্ত।

প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হয়। হিমেল চারুকলা অনুষদের গ্রাফিকস ডিজাইন, ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর পরই আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময় কয়েক দফা দাবির মধ্যে মাহমুদ হাবিব হিমেলের নামে বিজ্ঞান ভবনের নামকরণের দাবি জানিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা।

Link copied!