১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণাসহ ৩ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে সোহেল তাজের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২৩, ০৪:৪৪ এএম

১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণাসহ ৩ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে সোহেল তাজের স্মারকলিপি

১০ এপ্রিলকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণাসহ তিনটি দাবি জানিয়ে পদযাত্রা কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ ওরফে সোহেল তাজ।

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রথমে ওই দাবিগুলো নিয়ে প্রতিবাদ কর্মসূচি ও পরে পদযাত্রা করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন তিনি।

গণভবনের ফটকে সোহেল তাজের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান। এসময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে সোহেল তাজ অন্য যে দুটি দাবি করেছেন সেগুলো হলো- ৩ নভেম্বর ‘জেল হত্যা দিবসকে’ রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান, জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।

Link copied!