২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ ও বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৩, ১০:২০ পিএম

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ ও বিএনপি

সংগৃহীত ছবি

রাজধানীতে শুক্রবার (২৮ জুলাই) শুধুমাত্র আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ এবং  বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপালিটন পুলিশ(ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।  

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত  এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, “বিএনপিকে নয়াপল্টনে এবং আওয়ামী লীগের তিন সংগঠন মোকাররমের দক্ষিণ গেটে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পাচ্ছে।”

সংবাদ সম্মেলনে  খন্দকার গোলাম ফারুক বলেন, সমাবেশের সময় বিএনপির নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এ ছাড়া নির্ধারিত এই সীমানার বাইরে সমাবেশের মাইক টানানো যাবে না “

এসময় তিনি আরও বলেন, “আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ এলাকা পর্যন্ত জমায়েত হতে পারবেন।

তিনি বলেন, দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় এবং কালভার্ট রোড এই অংশে দুই দলের কেউই জমায়েত হতে পারবে না। এখানে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে।

কোনো দলই সমাবেশে লাঠি-শোঠা আনতে পারবে না উল্লেখ করে ডিএমপিপ্রধান বলেন, “কোনো ব্যাগ বহন করা যাবে না। রাষ্ট্রদ্রোহ কোনো বক্তব্য দেওয়া যাবে না। স্ব-স্ব দলের স্বেচ্ছাসেবক কর্মী যেন থাকে। উভয় পক্ষেরই কোনো নেতাকর্মী যেন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

ডিএমপি কমিশনারে আরও বলেন, “কোনো কুচক্রীমহল যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশের পাশাপাশি সমাবেশ এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।

অভিযানে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়নি জানিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপিপ্রধান বলেন, “আমাদের কোনো অফিসার যদি এই ধরনের কাজে জড়িত থাকেন তাহলে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে  ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

 

Link copied!