‘ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা আছে,আবেদন করুন’

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২১, ১১:৫৪ পিএম

‘ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা আছে,আবেদন করুন’

বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। আগ্রহীদের ভিসার জন্য আবেদনও করতে বলেছেন তিনি।

ভিসা সেন্টারগুলো খুলে দেওয়ার ব্যাপারে টুইটারে ঢাকায় নিযুক্ত হাইকমিশনারকে মেনশন করে টুইট করেন সাইফ খালেদ নামে এক শিক্ষার্থী। এ সময় তার অনুরোধের প্রেক্ষিতে বিক্রম দোরাইস্বামী টুইট জবাবে এসব তথ্য জানান।

টুইট বার্তায় দোরাইস্বামী বলেন, ‘ভারতের সীমান্ত খোলা রয়েছে। আমাদের দিক থেকে সীমান্ত বন্ধ করা হয়নি। যেসব জেলাগুলোতে কঠোর লকডাউন চলছে সেগুলো ছাড়া বাংলাদেশে আমাদের ১৫টি ভিসা সেন্টারের মধ্যে প্রায় সবগুলোই খোলা রয়েছে। প্লিজ, আবেদন করুন।’

ভারতীয় হাইকমিশন গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে তাদের সবগুলো ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। ওই সময় হাইকমিশন কর্তৃপক্ষ জানিয়েছিল, ১৪ এপ্রিল থেকে বাংলাদেশ সরকার ঘোষিত ‘লকডাউনের’ কারণে ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০১৯ সালের মার্চ থেকে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ থাকে। পরে ২০২০ সালের অক্টোবর মাসে কার্যক্রম পুনরায় শুরু হয়। তবে ওই সময় থেকে ভ্রমণ ভিসা দেয়া হচ্ছিল না।তখন থেকে চিকিৎসাসহ অন্যান্য ভিসা দেয়া হচ্ছিল।

Link copied!