সাবান দিয়ে সরানো হলো আস্ত একটি হোটেল!

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৩, ০৭:৩৭ পিএম

সাবান দিয়ে সরানো হলো আস্ত একটি হোটেল!

ছবি: সংগৃহীত

বড় ভারি কোনো কিছু সরানোর কথা ভাবলেই স্বভাবতই আমাদের চোখের সামনে ভারি ক্রেনের ছবি ভেসে উঠবে। কেননা স্বাভাবিকভাবেই বিশাল কিছু বা কোনো স্থাপনা সরাতে ক্রেনেরই ব্যবহার করতে দেখা যায়। 

কিন্তু যদি বলা হয় সাবানের মাধ্যমে ২২০ টন ভালের একটি হোটেলকে সরানো হয়েছে- তাহলে কি সেটি বিশ্বাস হবে? বিশ্বাস না হওয়ার কথা হলেও ঠিক এমনটাই হয়েছে কানাডার নোভা স্কশিয়া অঙ্গরাজ্যে। ৭০০টি সাবান ব্যবহার করে ২২০ টন ভারের একটি পুরোনো হোটেলকে সরানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সাবান দিয়ে হোটেল সরানোর ঘটনাটি জানা যায়। নোভা স্কশিয়া অঙ্গরাজ্যের রাজধানী হালিফ্যাক্সের এল্মউড ভবনটি ১৮২৬ সালে তৈরি হয়। 

ভবনটি প্রথমে বাড়ি হিসেবে ব্যবহৃত হলেও ৭০ বছর পর ১৮৯৬ সালে ভবনটিকে ‘ভিক্টোরিয়ান এল্মউড’ হোটেলে রূপ দেয়া হয়। ইউরোপের এক ধরনের গাছের কাঠ দিয়ে তৈরি এই হোটেলটি।

অনেক বছর ভবনটি হোটেল হিসেবে ব্যবহার করা হয়। পরে গ্যালাক্সি প্রোপার্টিজ নামের একটি প্রতিষ্ঠান এ হোটেলকে ২০১৮ সালে কিনে ফেলে। হোটেলটির ভিক্টোরিয়ান আমলের ডিজাইন সংরক্ষণ করতেই সাবানের সাহায্যে একে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

একটি রিয়েল এস্টেট কোম্পানি ‘গ্যালাক্সি প্রোপার্টিজ’ ভিক্টোরিয়ান এল্মউডকে একটি নতুন জায়গায় স্থানান্তরিত করার পরিকল্পনা করে। ঐতিহাসিক স্থাপনাটি তারা কিনে নিয়েছিল এবং এটি একটি পরিকল্পিত অ্যাপার্টমেন্ট ভবনের সাথে সংযুক্ত করতে চেয়েছিল।

এল্মউড হোটেল ২২০ টনের একটি বিশাল কাঠামো। এস রুশটন কনস্ট্রাকশন কোম্পানির দলটি স্থানান্তর কাজের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল।

প্রথাগত রোলার ব্যবহার করার পরিবর্তে  ‘আইভরি’ সাবান ব্যবহার সিদ্ধান্ত নেওয়া হয়। নরম সাবান, দুটি খননকারী যান এবং একটি ‘টো ট্রাক’ দিয়ে বাড়িটিকে মসৃণভাবে টেনে নিতে সাহায্য করেছিল। 

নির্মাণ সংস্থার মালিক শেলডন রুশটন বলেছেন, এলমউডটি ৩০ ফুট পর্যন্ত মসৃণভাবে টানা গিয়েছিল। কাজ শেষে ভবিষ্যতের জন্য ঐতিহাসিক ভবনটি সংরক্ষণ ও পুনঃস্থাপনের জন্য সূক্ষ্ম প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।

হোটলটিকে দূরে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটি রোলার ব্যবহার করার বদলে ইস্পাতের ফ্রেমে আইভরি সাবানের ৭০০টি বার ব্যবহার করেছে। আইভরি সাবান নরম হওয়ার জন্য ভবনটি সরানোর কাজ সহজ হয়েছে। তারা ফেসবুকেও স্থানান্তরের একটি ভিডিও শেয়ার করেছে। 

শেলডন রুশটনের মালিক জানান, প্রথমে ৩০ ফুট দূরে সরিয়ে নেওয়া হয় এল্মউড ভবন। ‘আইভরি সোপ’ ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে কাজটি করা হয়েছে। নতুন অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন হলে আরেক দফা সরানো হবে ঐতিহাসিক ভবনটি।

Link copied!