গাছেরও আছে টুইটার!

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ১০:৪৮ এএম

গাছেরও আছে টুইটার!

মার্কিন যুক্তরাষ্ট্রের পিটারশাম ফরেস্টের ঠিক মাঝখানে একটি ওক গাছ আছে যেটি জলবায়ু সম্পর্কিত বিভিন্ন  ডেটা রেকর্ড করছে। জলবায়ু পরিবর্তন রুখতে গাছের গুরুত্ব সবার আগে। গাছ কার্বন ডাই অক্সাইড শোষন করে আর অক্সিজেন দিয়েই যে শুধু পরিবেশ রক্ষায় কাজ করে তা নয়। জলবায়ু সংকট সম্পর্কিত বিভিন্ন তথ্য রিয়্যাল টাইম তথ্য টুইটও করতে পারে গাছ।   

জলবায়ু পরিবর্তন ও তার বিরূপ প্রভাব বর্তমান পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয়বস্তু। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আরো স্পষ্ট হয়ে উঠেছে পৃথিবী জুড়ে বন্যা, ঝড়, খরা, দাবানলের মতো ঘটনায়। তবে সবকিছুর পরও এর ফলাফল যেন শূন্যের কোঠা পেরোতেই চাচ্ছে না। আমাদের নানান কর্মকাণ্ড প্রতিনিয়তই যেন ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বিশ্বকে। পরিবেশ বাঁচাতে হচ্ছে নানান উদ্ভাবনও।

৪৭ ফুটের একটি নর্দার্ন রেড ওক গাছ। আপাত দৃষ্টিতে মনে হতে পারে খুবই সাধারণ। কিন্তু গাছটি পৃথিবীর এই মুহূর্তের সব থেকে বড় কাজটি করে দেখাচ্ছে। রিয়্যাল টাইম জলবায়ু সংকট এর ডেটা রেকর্ড করছে  একই সাথে তথ্যগুলো রিয়্যাল টাইম টুইট করছে।

হার্ভার্ড ফরেস্টের একটি দল এই নর্দার্ন রেড ওক গাছে সেন্সর যুক্ত করেছেন, সেখান থেকেই নেয়া ডেটা কোড আকারে গাছের কথা বলার সহায়ক হয়ে ওঠেছে।

হার্ভার্ড ফরেস্টের আউটরিচ ডিরেক্টর ক্লারিস হার্ট জানান, কোন দিনটা সত্যিই ঠান্ডা আর কোন দিনটা সত্যি গরম, সেই সব তাপমাত্রা সম্পর্কে কথা বলতে বেশি পছন্দ করে গাছটি।

গাছটিকে একটি স্যাপ ফ্লো সেন্সর দিয়ে সাজানো হয়েছে, যাতে গাছের উপরে এবং নিচে কতটা তরল প্রবাহিত হয় তা মূল্যায়ন করা যায়। এছাড়াও রয়েছে একটি গ্রোথ সেন্সর, যা বাস্তব সময়ে গাছটিকে পর্যবেক্ষণ করে থাকে। রয়েছে একটি ক্যামেরা, যা পাতার ছাউনি মাপার  ছবি তোলে। এই সব ডেটা একসঙ্গে করে এরপর কোডে পরিণত হয় এবং সমস্তটাই উইটনেস ট্রি-র টুইটার পেজে দেখানো হয়।

গাছটি চলতি বছরের আগস্ট মাসে অত্যধিক তাপের কারণে অসুস্থ ছিল। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে উচ্চ তাপমাত্রা ছিল। গাছটি প্রায় ১০০ বছরের পুরনো এবং অনেক আবহাওয়ার পরিবর্তনের সাক্ষী। ১৯৩৮ সালে যখন গ্রেট নিউ ইংল্যান্ডে হারিকেন আঘাত হানে, তখনও ওই গাছটি বেঁচে থাকতে পেরেছিল। পাশের গাছগুলো পড়ে যাওয়ার পর গাছটি একটু বেড়েছে।

এই ধরনের অভিনব পদ্ধতিগুলি শুধুমাত্র দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর দিকে যে আমাদের মনোযোগ আনে তা নয় বরং এক শতাব্দীরও বেশি সময় ধরে বেঁচে থাকা গাছগুলিকে রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তাও তুলে ধরে।

Link copied!