শ্রীপুরে গভীর নলকূপ থেকে তিন বছর ধরে বের হচ্ছে গরম পানি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৩, ১১:৫৪ এএম

শ্রীপুরে গভীর নলকূপ থেকে তিন বছর ধরে বের হচ্ছে গরম পানি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী (গিলারচালা) এলাকার বাসিন্দা সাহাব উদ্দিন নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপন করেছিলেন। কিন্তু সেই নলকূপ থেকে বের হচ্ছে গরম পানি।

জানা গেছে, ২৬০ ফুট গভীর নলকূপ থেকে বৈদ্যুতিক মোটরে উঠছে গরম পানি। এই পানিতেই চলছে দৈনন্দিন কাজ।

শাহাব উদ্দিনের পরিবারের সদস্য ও বাড়ির ভাড়াটিয়া মিলিয়ে ১৩০ জন দৈনন্দিন কাজে নলকূপটির পানির ওপর নির্ভরশীল। শীতের দিনে সুবিধাজনক হলেও গরমের দিনে এই পানি ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে এই পানি ব্যবহার করতে করতে ওই পরিবারের সদস্যরা এখন অভ্যস্ত হয়ে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর আগে ঠান্ডা পানির আশায় বাড়ির আঙ্গিনায় একটি গভীর নলকূপ স্থাপন করেন শাহাব উদ্দিন। প্রথম দিকে ঠান্ডা পানি উঠলেও গত তিন বছর ধরে সেখান থেকে বের হচ্ছে গরম পানি। কি কারণে নলকূপটি থেকে গরম পানি বের হচ্ছে, সে বিষয়টি জানাতে পারেননি কেউ।

সাহাব উদ্দিন জানান, প্রথমে বসত ঘরের সামনে ২২০ ফুট গভীর নলকূপ স্থাপন করে পানি ব্যবহার করছিলাম। পরে নলকূপ দিয়ে পাশের কারখানার ডাইংয়ের কালো পানি বরে হতে থাকে। হঠাৎ করে পানির অস্বাভাবিক রং ধরা পড়ে এবং হালকা গরম পানি বরে হতে থাকে। পরে এই নলকূপের ৫ হাত দূরত্বে ২৬০ ফুট গভীরতা করে আরেকটি নলকূপ স্থাপন করি। নতুন নলকূপ থেকে প্রথম কয়েকদিন ঠান্ডা পানি বের হয়েছিল। এই নলকূপে তিন বছর আগে থেকে গরম পানি আসা শুরু করে। বছর তিন যাবত নলকূপের পানি কুসুম কুসুম গরম। সংরক্ষণ করে ঠান্ডা হওয়ার পর এই পানিই ব্যবহার করতে হচ্ছে। পানি গরম হওয়ায় আমার বাড়ির ভাড়াটিয়া আসে না।

শ্রীপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী ফয়সাল খান জানান, গভীর নলকূপ থেকে গরম পানি বের হওয়ার বিষয়টি শুনেছি। এখানে পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। আমরা আর্সেনিক পরীক্ষা করতে পারব। বাড়ির মালিক সাহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে এটা ল্যাবে পরীক্ষা করতে হবে।

Link copied!