সকাল-সন্ধ্যা জুড়ে ভোট গ্রহণ খুব সাধারণ বিষয়। এমনকি দুই-তিন দিন ধরে ভোট গ্রহণও হয় অনেক জায়গায়। তবে ১-২ মিনিট নয় মাত্র ৩০ সেকেন্ডেই পুরো একটা গ্রামের ভোট গ্রহণ হয়ে গেল সেটা খুবই আশ্চর্যের বিষয়।
বিবিসির এক প্রতিবেদনে এই অবাক করা খবরটি জানা যায়।
এ ঘটনা ঘটেছে স্পেনের লা রিওজা প্রদেশের ভিলারোয়া গ্রামে। ছোট্ট এই গ্রামটির স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে মাত্র ৩০ সেকেন্ড। অবশ্য এর আগেও তারা দ্রুততম ভোট গ্রহণ শেষ করার রেকর্ড করেছিল।এর আগে ওই গ্রামে দ্রুততম সময়ে ভোট শেষ হওয়ার রেকর্ডটি ছিল ৩২ সেকেন্ডের।
এর পিছনে কোনো অস্বাভাবিক কিছুই কাজ করছে না বরং যে কারণে ৩০ সেকেন্ডেই ভোট গ্রহণ শেষ হলো সে কারণটি হলো গ্রামটির নিবন্ধিত ভোটারসংখ্যা। পুরো গ্রামে নিবন্ধিত ভোটার রয়েছেন মাত্র সাতজন।
এই ভোট সম্পর্কে ১৯৭৩ সাল থেকে স্থানীয় মেয়র পদে থাকা সালভাদোর পেরেজ জানিয়েছেন, আমি জানি না সাতটি ভোট আমি-ই পাব কিনা। তবে এটি প্রায় নিশ্চিত যে আমি পাব।
পেরেজ বলেছেন, ভিলারোয়া গ্রামের বাসিন্দারা অনেক প্রশিক্ষিত এবং সকালে ভোটকেন্দ্র চালু হওয়ার পরপর ভোট দিতে প্রস্তুত ছিলেন তারা।
ভোটগ্রহণ শুরুর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই স্পেনে ভোট সম্পন্নকারী কেন্দ্রে পরিণত হয় ভিলারোয়া।
তবে গ্রামের বাসিন্দারা আরেকটি গ্রামের সাথে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে অনুপ্রাণিত হয়ে থাকতে পারে বলে জানালেন পেরেজ। কেন না, কাস্টিলা-লা মাঞ্চা এলাকার ইল্লা ডে ভাকাস নামের গ্রামটিতে নিবন্ধিত ভোটারের সংখ্যা মাত্র তিনজন।