৪০০ জোড়া জমজ এক গ্রামেই!

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২১, ০৪:১৫ পিএম

৪০০ জোড়া জমজ এক গ্রামেই!

পৃথিবীর কোনায় কোনায়, জীবনের পরতে পরতে রহস্য লুকিয়ে থাকে। প্রতিনিয়ত উদঘাটিত হয় নানা রহস্য। তবে আবার অনেক রহস্য থেকে যায় অনুদঘাটিত। এরকমই একটি রহস্য ভারতের কেরালা রাজ্যের কোদিনহি গ্রামের ৪০০ জোড়া বা ৮০০ জন জমজ মানুষ।

অবাক করে দেওয়ার মতো ব্যাপার না? হ্যাঁ, অবাক করে দেওয়ার মতোই। ভারতে এমনি জমজ সন্তান জন্মদানের হার প্রতি ১ হাজার জনে মাত্র ৯ জোড়া। কিন্তু কেরালার এই গ্রামে সেই সংখ্যা বা হার প্রতি ১ হাজার জনে ৪৫ জোড়া। ছোট্ট আয়তনের এই গ্রামটিতে ৪০০ জোড়া যমজ মানুষ বাস করেন।

কোদিনহি গ্রামে প্রবেশের সময়ই আপনার চোখে পড়বে ‘ঈশ্বরের আপন যমজদের দেশে স্বাগত’ লেখা একটি ফলক। কোচি থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে ২ হাজার পরিবারের বাস।

২০১৭ সালের এক হিসেব বলছে, অন্তত ৪০০ জোড়া যমজ মানুষ থাকেন গ্রামটিতে। এখন তা বেড়ে ৪৫০ জোড়ায় দাঁড়িয়েছে।

কিন্তু এমনটা কেন? কেন এই গ্রামে যমজদের এমন অবিশ্বাস্য আধিক্য?

এখন পর্যন্ত কোনো সঠিক কারণ খুঁজে পাননি বিজ্ঞানীরা। ২০১৬ সালের অক্টোবরে কোদিনহি গ্রামে হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি, কেরালা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশান স্টাডিজ থেকে শুরু করে লন্ডন বিশ্ববিদ্যালয় ও জার্মানি থেকে গবেষকরা এসেছিলেন। গ্রামটির বহু যমজের শরীর থেকে লালা ও চুলের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন তারা সেসময়।

কিন্তু নমুনা সংগ্রহের পর দীর্ঘ গবেষণা চালিয়েও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি বিজ্ঞানীরা। তবে কয়েকটি কারণের কথা ভেসে উঠেছে। তবে তার সঙ্গে বৈজ্ঞানিক তথ্যপ্রমাণের কোনো সম্পর্ক নেই। কোনো কোনো চিকিৎসকের অনুমান, জিনগত কারণ হয়তো রয়েছে। কিন্তু সেই সঙ্গে এমন কথাও উঠে এসেছে, যে এই গ্রামের পানি ও বাতাসে এমন কোনো উপাদান হয়তো রয়েছে যা অনুঘটক হয়ে উঠেছে। সেই সঙ্গে গ্রামবাসীদের খাদ্যাভ্যাস থেকে আরও নানা রকম ব্যাখ্যা রয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত ধাপে টিকতে পারেনি একটিও। রহস্যের কুয়াশা থেকেই গেছে ‘ঈশ্বরের আপন দেশে’র এই আশ্চর্য গ্রামের ওপরে।

কোদিনহি গ্রামের এক যমজ বোনই প্রথম আবিষ্কার করে বিষয়টা। সে জানতে পারে তাদের স্কুলেই তাদের মতোই আরো ২৪ জোড়া যমজ রয়েছে। স্বাভাবিক ভাবেই তা জানাজানি হওয়ার পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। আস্তে আস্তে আবিস্কার হয় ওই গ্রামে মোট ২৮০ জোড়া যমজ রয়েছে।

তবে কোদিনহিই একমাত্র গ্রাম নয় যেখানে যমজ রহস্য এমন কুয়াশা তৈরি করেছে। নাইজেরিয়ার ইগবো ওরা, ব্রাজিলের ক্যানডিডো গোডোই ও ভিয়েতনামের হাং লক কমিউনে এমনই যমজ আধিক্যের বিস্ময় রয়েছে। এর মধ্যে ইগবো ওরাকে বলা হয় ‘পৃথিবীর যমজ রাজধানী’। নাম থেকেই পরিষ্কার এখানেও বিস্ময় কিছু কম নেই।

বিবিসির এক প্রতিবেদন সূত্র থেকে জানা যাচ্ছে, এই গ্রামে একটি পরিবারেই তিন বা তারও বেশি যমজ রয়েছে। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে, গ্রামে কোনো পরিবারে যমজ সন্তান না থাকলে সেটাই অস্বাভাবিক বলে ধরে নেওয়া হয়।

Link copied!