৮০ বছর পর শ্রীলঙ্কায় যমজ হাতির জন্ম

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২১, ০৬:৫০ পিএম

৮০ বছর পর শ্রীলঙ্কায় যমজ হাতির জন্ম

শ্রীলঙ্কায় একটি এতিমখানায় প্রায় ৮০ বছর পর হাতির যমজ সন্তানের জন্ম দেওয়ার ঘটনা ঘটেছে। আহত হাতি এবং পরিত্যক্ত শিশু হাতিকে বাঁচানোর জন্য ১৯৭৫ সালে দেশটিতে প্রতিষ্ঠিত পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে এই বিরল ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে সুরাঙ্গি নামে ২৫ বছর বয়সী ওই  মা হাতি যমজ পুরুষ হাতির জন্ম দেয়। যমজ পুরষ হাতিশাবকদের বাবা ১৭ বছর বয়সী পান্ডুও ওই অরফানেজে বাস করে।

প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে কর্মরত রেনুকা বন্দরনায়েকে ব্রিটিশ গণমাধ্যম  বিবিসিকে জানান, যমজ হাতিশাবক ও তাদের মা  ভালো আছে। শিশু হাতি দুটি তুলনামূলকভাবে ছোট হলেও তারা স্বাস্থ্যবান বলে জানান রেনুকা।

বিবিসি’র খবরে বলা হয়,১৯৪১ সালে সবশেষ পালিত কোনও হাতি যমজ সন্তানের জন্ম দিয়েছিল দেশটিতে। হাতিদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন-সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব অ্যানিমেলস অ্যাব্রড জানিয়েছে, হাতির যমজ সন্তান জন্ম দেয়ার সম্ভাবনা মাত্র মাত্র এক ভাগ। বন্য আফ্রিকান হাতির মধ্যেই যমজ শাবক জন্ম দেয়ার ঘটনা বেশি বলেও বিবিসির খবরে  বলা হয়।

ওই সংগঠন আরও জানায়, একটি আফ্রিকান হাতি সারা জীবনে চার থেকে পাঁচটি সন্তানের জন্ম দিতে পারে। আবার কিছু কিছু হাতি ২২ মাস পর্যন্ত গর্ভবতী থাকতে পারে।

আহত হাতি এবং পরিত্যক্ত শিশু হাতিকে বাঁচানোর লক্ষ্যে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে বর্তমানে ৯০ টির বেশি হাতি রয়েছে। নতুন যমজ হাতিশাবকদের নিয়ে মোট হাতির সংখ্যা বেড়ে হলো ৯২।

Link copied!