বাংলাদেশের চিকিৎসা খাতের ব্যবস্থাপনা দেখে ভুটান সরকার প্রশংসা করেন। আর এরই পরিপ্রেক্ষিতে ভুটানে বার্ন ইউনিট করতে যাচ্ছে বাংলাদেশ। ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
রবিবার ভুটানের রাজা রাজা জিগবে খেসাব নামগুয়েল ওয়াংচুক এক প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরকালে আসলে এ চুক্তির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের সাথে যৌথ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ থাকলে এবার কুড়িগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে ভুটান।
এদিকে প্রধানমন্ত্রীর সাথে ভুটানের রাজা স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা,আইসিটি ও পর্যটন ক্ষেত্রে নিবিড় সহযোগিতা, ট্রানজিট চুক্তি এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (PTA) বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি,বিদ্যুৎ খাতে ভারতকে সাথে নিয়ে জলবিদ্যুৎ উৎপাদন ও বিনিময়ের ত্রিপক্ষীয় সহযোগিতার প্রস্তাব দিবে।
নতুন তিন চুক্তির মধ্যে ভুটানের থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা; বাংলাদেশের কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক রয়েছে।
পুনর্নবায়নযোগ্য বিদ্যমান চুক্তি হিসেবে সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বিদ্যমান থাকবে।
এদিকে বাংলাদেশে মেডিকেল কলেজে পড়ার জন্য ভুটানের শিক্ষার্থীদের ২২ টি আসনের বদলে ৩০ টি আসনে উন্নীত করা হবে।সপ্রতিবছর ভুটানের ফরেন সার্ভিস অফিসারদের জন্য বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণের জন্য ২টি আসন বরাদ্দ করা হবে।
বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি কর্তৃক ভুটানে একটি কূটনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান; বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল-এ ভুটানের কৃষি-বিষয়ক কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে ৩ বছরব্যাপী প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা এবং ভুটানের সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের জন্য ল্যাপটপ ও ট্যাবসহ ইলেকট্রনিক ডিভাইস উপহার প্রদান করা হবে।