যশোরে সমাবেশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৪, ১০:৩৪ পিএম

যশোরে সমাবেশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সংগৃহীত ছবি

যশোরের শার্শায় বিএনপির সমাবেশে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের হয়েছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, সমাবেশের আগে থেকেই উত্তেজনা ছিল। তবে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

জানা যায়, যশোরের শার্শা উপজেলা বিএনপির একাংশের নেতারা আজ বিকাল ৩টায় গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। প্রতিপক্ষ নেতারাও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়। এ নিয়ে সোমবার থেকেই গোড়পাড়া এলাকায় উত্তেজন বিরাজ করছিল।

এ কারণে সকাল থেকে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু বেলা ১টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির গ্রুপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শা উপজেলার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায়।

এ সময় তারা সমাবেশের মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। একই সঙ্গে অন্তত ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি, হামলায় তাদের ৭ জন নেতাকর্মী আহত হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!